মাদারীপুর সদর উপজেলায় মাদক বেচাকেনা নিয়ে দ্বন্দ্বের জেরে এক যুবককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ৩টার দিকে উপজেলার কুনিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাহিদ শেখ (৪০) ওই এলাকার জাবেদ শেখের ছেলে। আটক সজীব শেখ (৩৮) পার্শ্ববর্তী রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের মাচ্চর এলাকার মোস্তফা শেখের ছেলে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনাসহ বিভিন্ন বিষয় নিয়ে জাহিদ শেখের সঙ্গে সজীব শেখের বিরোধ চলে আসছিল। এ ঘটনার জেরে বুধবার জাহিদ শেখের বাড়িতে গিয়ে সজীব ঝগড়া শুরু করেন। একপর্যায়ে সজীব তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে জাহিদের গলায় এলোপাথাড়ি কুপিয়ে জখম করেন। স্থানীয়রা জাহিদকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সময় জাহিদের স্ত্রী ডাক-চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে সজীবকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
মাদারীপুর সদর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘‘লাশ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখছি। এ ঘটনায় সজীবকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।”