রাজশাহীর পুঠিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক বাজারে ঢুকে উল্টে গেছে। এ ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার জল মলিয়া বাজারে দুর্ঘটনাটি ঘটে বলে পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- নাটোর সদর উপজেলার কাফুরিয়া গ্রামের শাহীন আলীর ছেলে সিয়াম (২৬), পাইকপাড়া গ্রামের আক্কেল প্রামাণিকের ছেলে মুনকের প্রামাণিক (৩৫), নাটোরের বাগাতিপাড়া উপজেলার সালাইনগর গ্রামের সৈয়ম উদ্দিনের ছেলে মো. সেন্টু (৪০) এবং রাজশাহীর চারঘাট উপজেলার আস্করপুর গ্রামের মাহাতাব আলীর ছেলে ইসলাম আলী (৬২)।
আহত ব্যক্তির নাম রায়হান আলী (৪০)। তিনি পুঠিয়া উপজেলার খুটিপাড়া গ্রামের আব্দুল জলিল উদ্দিনের ছেলে।
পবা হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হক গণমাধ্যমকে জানান, নাটোর থেকে রাজশাহীতে যাওয়ার পথে জল মলিয়া বাজারে কলা বেচাকেনার স্থানে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পুলিশ তিনজনের মরদেহ পেয়েছে। পুলিশ যাওয়ার আগেই মুনকের প্রামাণিকের লাশ স্বজনেরা বাড়িতে নিয়ে যান। তিনটি লাশ পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।