সারা বাংলা

কুষ্টিয়া-১: জামায়াতের বেলালের চেয়ে সম্পদে এগিয়ে বিএনপির বাচ্চু 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের হলফনামা অনুযায়ী কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও উপজেলার আমির মাওলানা মো. বেলাল উদ্দীনের তুলনায় সম্পদে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য রেজা আহাম্মেদ (বাচ্চু মোল্লা)।

হলফনামায় জামায়াতের প্রার্থী মাওলানা মো. বেলাল উদ্দীন পেশা হিসেবে উল্লেখ করেছেন শিক্ষকতা। তার শিক্ষাগত যোগ্যতা কামিল। পরিবারে স্ত্রী ও সন্তানসহ নির্ভরশীলদের সংখ্যা দুজন। বেলাল উদ্দীনের চাকরি থেকে বার্ষিক আয় ৪ লাখ ২৯ হাজার ৩৫৩ টাকা। মনোনয়নপত্র দাখিলের সময় তার হাতে নগদ ছিল ৫৭ হাজার ৩৫৩ টাকা। 

সম্পদের মধ্যে রয়েছে ৯২ হাজার ২০০ টাকার একটি মোটরসাইকেল, ৬৬ হাজার টাকার ইলেকট্রনিক পণ্য, ৬২ হাজার টাকার আসবাবপত্র, ০ দশমিক ০৩৩০ একর অকৃষি জমি (মূল্য ৪৮ হাজার টাকা) এবং ৬ লাখ টাকার একটি আধাপাকা বাড়ি।

স্ত্রীর নামে উপহার হিসেবে পাওয়া ৫ ভরি স্বর্ণ রয়েছে, যা হলফনামায় উল্লেখ আছে। মামলার অংশে বলা হয়েছে, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় তিনি বেকসুর খালাস পেয়েছেন।

অন্যদিকে, বিএনপি মনোনীত প্রার্থী রেজা আহাম্মেদ (বাচ্চু মোল্লা) পেশা হিসেবে উল্লেখ করেছেন ব্যবসা ও কৃষিকাজ। তার স্ত্রী ও সন্তানসহ পরিবারের নির্ভরশীল সংখ্যা দুজন। স্ত্রী গৃহিণী।

হলফনামা অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের তারিখে দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি বাচ্চু মোল্লার হাতে নগদ ছিল ৬ লাখ ৭ হাজার ৫৭৬ টাকা। কৃষিখাত থেকে তার বার্ষিক আয় ১ লাখ ৭৯ হাজার ৮৯২ টাকা, বাড়ি/এপার্টমেন্ট/দোকান ভাড়া থেকে ৫ লাখ ৩২ হাজার ৮৭৫ টাকা, ব্যবসা থেকে ২ লাখ ২০ হাজার টাকা এবং শেয়ার থেকে আয় ২ লাখ ৯২ হাজার টাকা।

তার ব্যাংক হিসাবে জমা রয়েছে ৫৪ লাখ ৭ হাজার ৫১ টাকা। সম্পদের মধ্যে রয়েছে ১৭ লাখ টাকার একটি মোটরযান, ৪০ হাজার টাকার সোনা ও অন্যান্য ধাতু, ৫৫ হাজার টাকার ইলেকট্রনিক পণ্য ও ৬০ হাজার টাকার আসবাবপত্র। কৃষিজমি ৩৩০ ডেসিমল (মূল্য ৩ লাখ ৫০ হাজার ৪০০ টাকা), অকৃষি জমির মূল্য ১০ লাখ ৪৫ হাজার টাকা, ভবনের মূল্য ৪৩ লাখ ২৭০০ টাকা, বাড়ি/এপার্টমেন্টের মূল্য ৫৩ লাখ ৩৩ হাজার টাকা এবং আগ্নেয়াস্ত্রের মূল্য ২ লাখ ২৫ হাজার টাকা। আয়কর নথি অনুযায়ী, তার মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৯০ লাখ ২ হাজার ৬১৭ টাকার কিছু বেশি।

বাচ্চু মোল্লার স্ত্রীর কাছে নগদ রয়েছে ১৫ লাখ ৮০ হাজার ৫০৬ টাকা। স্ত্রীর নামে ৪০ হাজার টাকার স্বর্ণ ও অন্যান্য ধাতু, ৫০ হাজার টাকার ইলেকট্রনিক পণ্য, ৫০ হাজার টাকার আসবাবপত্র, ২৪৬ ডেসিমল কৃষিজমি (মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা) এবং ০ দশমিক ০৮ একর অকৃষি জমি (মূল্য ১ লাখ ৫৫ হাজার টাকা) রয়েছে। আয়কর নথি অনুযায়ী স্ত্রীর মোট সম্পদের পরিমাণ ২১ লাখ ১৫ হাজার ৫০৬ টাকা।

নির্ভরশীল সন্তানের কাছে নগদ রয়েছে ২৭ লাখ ২৩ হাজার টাকা এবং ব্যবসা থেকে বার্ষিক আয় ৩ লাখ ৯০ হাজার টাকা। আয়কর নথি অনুযায়ী, সন্তানের মোট সম্পদের পরিমাণ ২৭ লাখ ২৩ হাজার টাকা।

মামলার তথ্য অনুযায়ী, বাচ্চু মোল্লা তার বিরুদ্ধে দায়েরকৃত সাতটি মামলায় বেকসুর খালাস ও অব্যাহতি পেয়েছেন।