ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের হলফনামা অনুযায়ী কুষ্টিয়া সদর (কুষ্টিয়া-৩) আসনে সম্পদ ও মামলার সংখ্যায় এগিয়ে রয়েছেন বিএনপি প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার।
বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার পেশা হিসেবে উল্লেখ করেছেন ব্যবসা। তিনি বুয়েট থেকে বিএসসি ইঞ্জিনিয়ার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রিধারী। তার দুই স্ত্রী ও ছয় সন্তানসহ নির্ভরশীল ৮ জন রয়েছেন।
হলফনামা অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের তারিখে তার হাতে নগদ ছিল ১ কোটি ৩০ লাখ টাকা। কৃষি থেকে বার্ষিক আয় ১ লাখ ৪৪ হাজার টাকা, বাড়ি ও দোকান ভাড়া থেকে ৪৪ হাজার টাকা এবং ব্যবসা থেকে আয় ৫৩ লাখ ২১ হাজার টাকার বেশি। ব্যাংক ও সঞ্চয়পত্রে রয়েছে আরো প্রায় ২ লাখ ৪২ হাজার টাকা।
তিনি চারটি ব্যাংক অ্যাকাউন্টে অর্থ লেনদেনের তথ্য দিয়েছেন এবং উল্লেখ করেছেন, সরকার স্টিল লিমিটেডে তার ১০০ টাকা মূল্যের মোট ৭ লাখ শেয়ার রয়েছে। স্ত্রীর নামেও নগদ ১ লাখ ৫০ হাজার টাকা আছে।
মামলার তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে নেগোশিয়েবল ইন্সুটুমেন্ট আইনে ২৪টি মামলা চলমান এবং আরো ১৪টি মামলা থেকে অব্যাহতি বা প্রত্যাহার হয়েছে। সার্বিকভাবে সম্পদ ও আইনি জটিলতার দিক থেকে বিএনপি প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার এগিয়ে আছেন।