সারা বাংলা

বগুড়া-২ আসনে মান্না-জিন্নাহসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও জাতীয় পার্টির প্রার্থী সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। হলফনামায় অসঙ্গ‌তি ও তথ্যে গড়‌মিল থাকায় তা‌দের ম‌নোনয়নপত্র বা‌তিল ক‌রা হয়েছে।  

মনোনয়নপত্র যাচাই শেষে শুক্রবার (২ জানুয়ারি) বিকেল সা‌ড়ে ৪টার দিকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান এ ঘোষণা দেন৷

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচ‌নে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে বগুড়া-২ (শিবগঞ্জ) আস‌নে সাতজন প্রার্থী ম‌নোনয়নপত্র দা‌খিল ক‌রেন। শুক্রবার দুপুর আড়াইটায় এ আসনের প্রার্থী‌দের ম‌নোনয়নপত্র যাচাই শুরু হয়।  সাতজ‌নের ম‌ধ্যে ছয়জ‌নের ম‌নোনয়নপত্র যাচাই হ‌য়েছে। বাকি একজ‌নের প্রস্তাবকারী ও সমর্থনকারী উপ‌স্থিত না থাকায় তার ম‌নোনয়নপত্র যাচাই অপেক্ষমান রাখা হ‌য়ে‌ছে।  

এই ছয়জ‌নের ম‌ধ্যে ম‌নোনয়ন বৈধ হ‌য়ে‌ছে বিএন‌পি ম‌নোনীত প্রার্থী মীর শা‌হে আল‌ম ও জামায়াতে ইসলামীর প্রা‌র্থী শাহাদাতুজ্জামানের। ম‌নোনয়ন বা‌তি‌ল হ‌য়ে‌ছে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না,  জাতীয় পার্টির সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ, স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালু এবং গণঅ‌ধিকার প‌রিষ‌দের প্রার্থী সে‌লিম সরকারের।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান ব‌লেছেন, শরিফুল ইসলাম জিন্নাহ তার হলফনামায় সম্পদের বিবরণীর ফরম দাখিল করেননি। এ কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছে৷ মাহমুদুর রহমান মান্নার হলফনামায় তথ্যে গড়মিল থাকায় তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। 

তি‌নি জানিয়েছেন, যা‌দের ম‌নোনয়নপত্র বা‌তিল করা হ‌য়ে‌ছে, তারা আপিল কর‌তে পার‌বেন।