সারা বাংলা

খুলনার দুই আসনে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) এবং খুলনা-৬ (কয়রা- পাইকগাছা) আসনে তিনি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 

শুক্রবার (২ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাইয়ের তৃতীয় দিনে ওই দুই আসনের তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। অপর এক প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। 

খুলনার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আ স ম  জামশেদ খোন্দকার এসব তথ্য নিশ্চিত করেছেন। 

খুলনার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুটি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই করা হয়। তথ্যে গড়মিল ও ত্রুটি থাকায় তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন— খুলনা-৫ আসনে জাতীয় পার্টির প্রার্থী শামীম আরা পারভীন (ইয়াসিন) এবং খুলনা-৬ আসনের জাতীয় পার্টির প্রার্থী মো. মোস্তফা কামাল জাহাঙ্গীর ও স্বতন্ত্র প্রার্থী মো. আছাদুল বিশ্বাস। খুলনা-৫ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী শেখ মুজিবুর রহমানের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।

খুলনা-৫ আসনে বৈধ প্রার্থীরা হলেন— জামায়াতে ইসলামীর মিয়া গোলাম পরওয়ার, বিএনপির মোহাম্মদ আলি আসগার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির চিত্তরঞ্জন গোলাদার ও বাংলাদেশ খেলাফত মজলিসের মো. আব্দুল কাইউম জমাদ্দার।

খুলনা-৬ আসনের বৈধ প্রার্থীরা হলেন— বিএনপির এস এম মনিরুল হাসান বাপ্পী, জামায়াতে ইসলামীর মো. আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলনের মো. আছাদুল্লাহ ফকির ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রশান্ত কুমার মণ্ডল।