সারা বাংলা

বগুড়া ৩টি আসনে ১২ জন বৈধ, ৭ জনের মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বগুড়ার তিনটি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। এতে ১৯ জন প্রার্থীর মধ্যে ১২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ও ৭ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকন্দি) আসন দিয়ে মনোনয়ন যাচাই বাছাই শুরু হয়। জুমআর নামাজের আগেই আসনটির যাচাই-বাছাই কার্যক্রম শেষ হয়। পরবর্তীতে দুপুর আড়াইটায় বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই শুরু হয়।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান মনোনয়ন যাচাই-বাছাই করেন। এ সময় বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) আসাদুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তর এবং ব্যাংকের প্রতিনিধিরা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

তিনটি আসনে যেসব প্রার্থীর মনোনয়ন বৈধ ও বাতিল করা হয়েছে-বগুড়া-১: এই আসনে ৭ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। এর মধ্যে ৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। অন্যদিকে মনোনয়নপত্রের সাথে জমাদানকৃত কাগজপত্রে ত্রুটি থাকায় দুজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। আসনটির বৈধ প্রার্থীরা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী আসনটির সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, বিএনপির প্রার্থী এ কে এম আহসানুল তৈয়ব জাকির, জামায়াতে ইসলামীর মো. শাহাবুদ্দিন, গণফোরামের প্রার্থী জুলফিকার আলী ও বাংলাদেশ কংগ্রসের প্রার্থী  মো. আসাদুল হক।

অন্যদিকে, শিক্ষাগত যোগ্যতার সনদ দাখিল না করায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী এবিএম মোস্তফা কামাল পাশা এবং স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপি মনোনয়নপত্রের সঙ্গে এক শতাংশ ভোটারের সমর্থন তালিকা জমা দিলেও যাচাই-বাছাইয়ে ভোটারদের স্বাক্ষর ও তথ্যের মধ্যে অসঙ্গতি পাওয়া যায়। এ কারণে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

বগুড়া-২: নির্বাচ‌নে অংশগ্রহ‌ণে‌র জন‌্য বগুড়া-২ (শিবগঞ্জ) আস‌নে মোট ৭ জন প্রার্থী ম‌নোনয়নপত্র দা‌খিল ক‌রেন। দুপুর আড়াইটার পর থে‌কে এই আসন‌টির প্রার্থী‌দের ম‌নোনয়ন যাচাই-বাছাই শুরু হয়। ৭ জন প্রার্থীর মধ্যে ৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ও  ৪ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

যাদের মনোনয়ন বৈধ হয়েছে তারা হলেন, বিএন‌পি ম‌নোনীত প্রার্থী মীর শা‌হে আল‌ম, জামায়াত এর প্রা‌র্থী আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মো. জামাল উদ্দিন। ম‌নোনয়ন বা‌তি‌ল হ‌য়ে‌ছে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টির সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ, স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালু, গণঅধিকার প‌রিষ‌দের প্রার্থী সে‌লিম সরকারের।

বগুড়া-৩: আদমদীঘী-দুপচাঁচিয়া আসনে নির্বাচনে মোট ৫ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছিলেন। আজ বিকেলে তাদের মনোনয়ন যাচাই-বাছাই করা হয়। ৫ জন প্রার্থীর মধ্যে ৪ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ও একজন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। হলফনামায় মামলার তথ্য গরমিল থাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী মো. শাহজাহান আলী তালুকদারের মনোনয়ন বাতিল করা হয়।যাচাই-বাছাই শেষে এই আসনের বৈধ প্রার্থীরা হলেন-বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মহিত তালুকদার, জাতীয় পার্টি মনোনীনত প্রার্থী শাহিনুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মসজিলের প্রার্থী তৌহিদুল ইসলাম ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নূর মোহাম্মদ।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান ব‌লেন, “শরিফুল ইসলাম জিন্নাহ তার হলফনামায় সম্পদের বিবরণীর ফরম দাখিল করেননি। এই অসঙ্গতির কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছে৷ মাহমুদুর রহমান মান্নার হলফনামায় তথ্য গড়মিল থাকায় তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়া বাকি যাদের মনোনয়ন বাতিল হয়েছে তাদেরও মনোনয়নের সাথে জমাদানকৃত কাগজপত্রে ও তথ্যে ত্রুটি ছিল।

জেলা রিটার্নিং কর্মকর্তা বলেন, “যা‌দের ম‌নোনয়ন বা‌তিল হ‌য়ে‌ছে তারা আপিল কর‌তে পার‌বেন।