সারা বাংলা

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ 

তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে একটি কারখানার শ্রমিকরা। ফলে মহাসড়কটিতে যানচলাচল বন্ধ রয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) বেলা ১২টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। 

পুলিশ ও শ্রমিক সূত্র জানায়, সফিপুর এলাকায় অবস্থিত মাহমুদ ডেনিমস কারখানার শ্রমিকদের তিন মাসের বেতন পাওনা রয়েছে। পাওনা বেতন না পেয়ে শ্রমিকরা আজ রবিবার সকাল থেকে কারখানার সামনে বিক্ষোভ করেন। এক পর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এরপর থেকে ওই মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে। 

মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ সামিম হোসেন বলেন, “একটি কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন। সড়কটিতে যানচলাচল বন্ধ রয়েছে।”