সারা বাংলা

চোরাচালানে গিয়ে নৌকাডুবি, সাবেক মেম্বারের ছেলে নিখোঁজ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ভারত সীমান্তবর্তী পদ্মা নদীতে নৌকা ডুবে মো. গোল কাজল (৪৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের নারোখাকি এলাকায় প্রচণ্ড বাতাসে নৌকাটি ডুবে যায়। 

নিখোঁজ গোল কাজল চরবাগডাঙ্গা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চাকপাড়া গ্রামের সাবেক মেম্বার ও মৃত ফরোজ উদ্দিনের ছেলে। এ সময় তার সঙ্গে থাকা একই ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের মো. হাসান আলী (৪২) এবং গিধনি পাড়া গ্রামের মো. আলম (৩৮) সাঁতরে তীরে উঠে আসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোল কাজলসহ তিন ব্যক্তি একটি নৌকা নিয়ে চোরাচালানের জন্য পদ্মা নদীতে যান। তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ১০০ গজ ভেতরে নারোখাকি নামক স্থানে পৌঁছালে প্রচণ্ড ঝোড়ো বাতাসের কবলে পড়েন। এসময় বাতাসের তীব্রতায় নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে মাঝ নদীতে উল্টে যায়। নৌকায় থাকা অপর দুই ব্যক্তি সাঁতরে কিনারায় উঠতে পারলেও গোল কাজল নিখোঁজ হন।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চোরাচালানের উদ্দেশ্যে নদী পথে যাচ্ছিলেন গোল কাজলসহ তার সহযোগীরা। নৌকাডুবির ঘটনায় দুজন তীরে উঠতে পারলেও গোল কাজল নিখোঁজ রয়েছেন। তার সন্ধানে স্থানীয় উদ্ধারকারী দল ও পুলিশ কাজ করছে।