ভেনেজুলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ (বা ছিনতাই) এবং দেশটিতে মার্কিন সামরিক আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট বগুড়া।
রবিবার (৪ জানুয়ারি) বিকালে বগুড়া শহরের সাতমাথায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন সংগঠনটির নেতাকর্মীরা।
সমাবেশে বামপন্থি নেতাকর্মীরা বলেন, জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক নিয়ম-নীতির তোয়াক্কা না করে ৩ জানুয়ারি সকালে ভেনেজুয়েলায় নির্মম আক্রমণ চালিয়েছে যুক্তরাষ্ট্র। রাজধানী কারাকাসসহ দেশটির বিভিন্ন স্থানে বোমা বর্ষণ করা হয়েছে। অপহরণ করা হয়েছে দেশটির প্রেসডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে।
তারা বলেন, গণতান্ত্রিক যুক্তফ্রন্ট নেতৃত্ব মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী আক্রমণের মাধ্যমে দস্যুবৃত্তির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে। একই সাথে জাতিসংঘকে অবিলম্বে হামালা বন্ধে কর্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছে।
সমাবেশে বলা হয়, ভেনেজুয়েলার তেল ও খনিজ সম্পদ দখল করার হীন উদ্দেশ্য থেকেই এই আক্রমণ করা হয়েছে। এর মাধ্যমে তারা মাদুরো সরকারকে উচ্ছেদ করে মার্কিন অনুগত পুতুল সরকার ক্ষমতায় বসিয়ে ভেনেজুয়েলার তেল ও জ্বালানি সম্পদকে লুটপাটের ক্ষেত্রে পরিণত করতে চায়। অবিলম্বে এই হামলা বন্ধ এবং প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রীর নিঃশর্ত মুক্তি দিতে হবে।