সারা বাংলা

প্রতীক বরাদ্দের আগেই প্রচারে মাথায় কলস, বিএনপির বিদ্রোহী টিপুকে শোকজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগেই নির্দিষ্ট প্রতীকে ভোট চাওয়াসহ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নাটোর-১ আসনে বিএনপির ‘বিদ্রোহী’ স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী তাইফুল ইসলাম টিপুকে শোকজ করেছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারক কমিটি।

রবিবার (৪ জানুয়ারি) নাটোর-১ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারক কমিটির দায়িত্বপ্রাপ্ত রাজশাহীর যুগ্ম মহানগর দায়রা জজ মো. জাহিদ হাসান এই শোকজের নোটিশ পাঠিয়েছেন।

শোকজের বিষয়টি রাইজিংবিডি ডটকমকে জানিয়েছেন নাটোর জেলা নির্বাচন কর্মকর্তা মো. নজরুল ইসলাম।

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হয়েছেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। তার বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপি নেতা তাইফুল ইসলাম টিপু, যিনি বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদকের পদে ছিলেন। বিদ্রোহী প্রার্থী হলেও তার বাসায় গিয়ে দোয়া ও ভোট চেয়ে আলোচনায় আসেন বিএনপি প্রার্থী পুতুল।

টিপুকে শোকজের নোটিশে বলা হয়েছে, নির্বাচনে নাটোর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলামের সমর্থকরা ২ জানুয়ারি নাটোরের লালপুর উপজেলার গোপালপুর বাজার এলাকায় মাথায় কলস নিয়ে নির্বাচনি প্রচার ও গণসংযোগ করেন। ওই ঘটনার ছবি ও ভিডিওসহ প্রতিবেদন বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনে প্রচার হয়।

নোটিশ লেখা হয়েছে, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫-এর বিধি ১৮ অনুযায়ী, ভোট গ্রহণের নির্ধারিত দিনের তিন সপ্তাহ আগে কোনো ধরনের নির্বাচনি প্রচার চালানো নিষিদ্ধ। অনুসন্ধান কমিটি ঘটনাস্থল পরিদর্শন ও গণমাধ্যমে প্রকাশিত সংবাদের মাধ্যমে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে। এ কার্যক্রম আচরণবিধির বিধি ১৮-এর সুস্পষ্ট লঙ্ঘন বলে প্রতীয়মান হয়েছে।

এ অবস্থায় কেন তার (তাইফুল ইসলাম) বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং নির্বাচন কমিশন সচিবালয়ে সুপারিশ পাঠানো হবে না— সে বিষয়ে আগামী ৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় নাটোর জজ কোর্টের নিচতলায় কমিটির কার্যালয়ে টিপুকে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কমিটি।

এ বিষয়ে জানতে চাইলে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা তাইফুল ইসলাম টিপু রাইজিংবিডি ডটকমকে বলেন, “শোকজের বিষয়টি এখনো আমি জানি না। বর্তমানে ক্যাম্পিংয়ে আছি। এটা রুটিন ওয়ার্ক। বাসায় গিয়ে বিস্তারিত জানতে পারব।”