ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছোট ভাইয়ের ঘুসিতে মিঠুন মিয়া (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) রাতে সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পাকশিমুল পূর্ব পাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। মিঠুন মিয়া ওই গ্রামের মো. আঙুর মিয়ার ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, পাকশিমুল পূর্ব পাড়া গ্রামের মিঠুন মিয়ার সঙ্গে তার ছোট ভাই ইমরান মিয়ার বিরোধ চলছিল। সোমবার (৫ জানুয়ারি) রাতে বাড়িতে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছোট ভাই ইমরান বুকে ঘুসি মারলে মিঠুন মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা মিঠুনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম জানিয়েছেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।