সারা বাংলা

দিনাজপুরে ৮.৭ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা

কনকনে হাড়কাঁপানো শীতে কাঁপছে দিনাজপুরের জনজীবন। বুধবার (৭ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৭ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁর বদলগাছিতে ৬.৭ ডিগ্রি সেলসিয়াস।

এদিন সকালে বিষয়টি জানিয়েছেন দিনাজপুর আবহাওয়া অফিস ইনচার্জ তোফাজ্জল হোসেন।

তিনি জানান, আজ বুধবার সকাল ৯টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৭ ডিগ্রি সেলসিয়াস।

তিনি আরো জানান, রংপুর বিভাগের অন্যান্য কয়েকটি স্থানে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে, তেঁতুলিয়া (পঞ্চগড়) ৭.৫, সৈয়দপুর ৮.৫, রংপুর ৮.৪, রাজারহাট (কুড়িগ্রাম) ৮.৫ এবং ডিমলা (নীলফামারী) ৮ ডিগ্রি সেলসিয়াস।