গোপালগঞ্জে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) ৫০ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় সংবাদ সম্মেলনে একযোগে পদত্যাগের ঘোষণা দেন মুকসুদপুর উপজেলার মহারাজপুর, ভাবড়াশুর ও বাঁশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ নিয়ে উপজেলা জুড়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।
পদত্যাগকারী নেতারা হলেন- মুকসুদপুরের মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বাবুল ফকির, ভাবড়াশুর ইউনিয়নের জগদিশ চন্দ্র বিশ্বাস, সমীর কুমার বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বিধান চন্দ্র বিশ্বাস, শ্রমবিষয়ক সম্পাদক গোবিন্দ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মনোরঞ্জন বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সুরেশ মন্ডল, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুজিত মন্ডল, সাধারণ সম্পাদক সুভাষ মন্ডল, সহ-সভাপতি দিলীপ কুমার মন্ডল, সহ-সভাপতি স্বপন কুমার বিশ্বাস, সহ-সভাপতি হরন মন্ডল, সদস্য গণপতি মন্ডল, সদস্য নিত্য বিশ্বাস, ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি মিলন শেখ, ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাইফুল, ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক প্রকাশ চন্দ্র মন্ডল, বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অনিল কৃষ্ণ বাইন, সদস্য বিজন ভক্ত, কৃষক লীগের নির্মল মন্ডল, সদস্য নির্মল কুমার ভদ্র, সদস্য নূর ইসলাম, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক সুশীল কুমার পোদ্দার, ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শুকান্ত টিকাদার, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নারায়ণ চন্দ্র মজুমদার, ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হৃদয় কুমার সরকার, ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সরোজিত সরকার, ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক পরিমল কৃত্তনিয়া, ৩ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি মো. আকরাম শেখ, ৯ নম্বর ওয়ার্ডের যুগ্ম সম্পাদক ফেলান সরকার, ৮ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি সমরেন্দ্র নাথ রায়, ৮ নম্বর ওয়ার্ডের যুগ্ম সম্পাদক বিধান চন্দ্র বাড়ৈ, ৮ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক লিটন চন্দ্র বাড়ৈ, ৮ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি গোবিন্দ অধিকারী, ৯ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি দিজেন রায়, ৭ নম্বর ওয়ার্ডের ত্রাণ সম্পাদক হারাধন বালা, ৮ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি বিপ্লব ঢালী, ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মিহির কুমার বালা, ৮ নম্বর ওয়ার্ডের সদস্য সুখ লাল পোদ্দার, ৭ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি বিমলেন্দু বালা, ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি সুকান্ত কুমার সরকার, ৮ নম্বর ওয়ার্ডের সদস্য রবীন শীল, ৯ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি দীলিপ বাইন, ৮ নম্বর ওয়ার্ডের সদস্য হর্ষিত অধিকারী, ৭ নম্বর ওয়ার্ডের সদস্য রমনী রঞ্জন বালা, ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক রবিউল শেখ, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রুপচাঁদ মৃধা, ভাবড়াশুর ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক নিজামুল ইসলাম এবং কাশালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের মো. মনিরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, আমরা আওয়ামী লীগের সব প্রকার পদ-পদবি থেকে পদত্যাগ করলাম। আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, ভবিষ্যতেও থাকবে না।
এ বিষয়ে কথা বলতে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হায়দার হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তিনি দেশের বাইরে থাকায় হোয়াটসঅ্যাপে কয়েকবার কল করেও থাকে পাওয়া যায়নি।