নারায়ণগঞ্জের একজন স্বর্ণ ব্যবসায়ীর দুই কর্মচারীকে বাস থেকে নামিয়ে ‘র্যাব’ পরিচয় দিয়ে ৮০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে সংঘবদ্ধ চক্র। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে বন্দর উপজেলার লাঙ্গলবন্দ ব্রিজের নিচ থেকে তাদের করে পুলিশ।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল খ) ইমরান আহম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
আহত কর্মচারীরা হলেন- মোজাম্মেল হক হুমায়ুন (৫৫) ও ফজলে রাব্বি(৪৮)। তাদের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সূত্র জানায়, নারায়ণগঞ্জ কালীরবাজার হাজী স্বর্ণ শিল্পালয়ের মালিক মো. মনিরুল ইসলাম তার দুই কর্মচারী মোজাম্মেল হক হুমায়ুন ও ফজলে রাব্বিকে রাজধানীর বায়তুল মোকারমে স্বর্ণ বিক্রি করতে পাঠান। স্বর্ণ বিক্রির ৮০ লাখ টাকা নিয়ে বুধবার তারা গুলিস্তান থেকে সাইনবোর্ড আসার জন্য ‘শ্রাবন’ বাসে ওঠেন।
বিকেল সাড়ে ৪টার দিকে মাতুয়াইল মেডিকেল হাসপাতালের সামনে বাসটি পৌঁছায়। এ সময় র্যাব পরিচয়ে দুই কর্মচারীকে টাকার ব্যাগসহ বাস থেকে নামিয়ে আনেন কয়েকজন ব্যক্তি। সাদা রঙের নোয়া বক্সি গাড়িতে তুলে চোখ বেঁধে ফেলা হয় তাদের। পরে বন্দরের লাঙ্গলবন্দ ব্রিজের নিচে দুই কর্মচারীকে ফেলে যায় দুর্বৃত্তরা। পথচারীরা দেখে আহত দুইজনকে উদ্ধার করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থালে গিয়ে তাদের হাসপাতালে ভর্তি করে।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল খ) ইমরান আহম্মেদ বলেন, “র্যাব পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর ৮০ লাখ টাকার ছিনতাইয়ের ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। অপরাধীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”