সারা বাংলা

আলমডাঙ্গায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রামদিয়া কাইতপাড়া গ্রামের মাঠ থেকে এক ব্যক্তির (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার হয়। নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। 

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরায়েল জানান, এলাকাবাসীর মাধ্যমে সংবাদ পেয়ে রামদিয়া কাইতপাড়া গ্রামের মাঠ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, সন্ত্রাসীরা তাকে শ্বাসরোধে হত্যা করেছে। মারা যাওয়া ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ চলছে। 

রামদুয়া গ্রামের নফর আলী মেম্বার জানান, আজ সকালে কৃষকারা মাঠে কাজ করতে গিয়ে মরদেহটি দেখতে পান। পরে পুলিশ এসে মরদহটি উদ্ধার করে। মরদেহ উদ্ধারের খবর পেয়ে শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করে।