বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, “এই নির্বাচন বাঁধাধরা নির্বাচনের মতো নয়। আগের প্রতিটি নির্বাচন রাজনৈতিক দলের অধীনে হয়েছে। আগামী নির্বাচন হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। আমাদের কোনো দল নেই, আমরা সবার সরকার।”
তিনি বলেন, “সরকার হিসেবে নির্বাচনে আমরা কারো পক্ষে কিংবা বিপক্ষে অবস্থান নেব না। আপনাদের সবার চেষ্টায় সুন্দর ভোট হবে, যোগ্যরাই জনপ্রতিনিধি নির্বাচিত হবেন।”
শুক্রবার (৯ জানুয়ারি) সকালে দিনাজপুর গড়ে শহীদ ময়দানে ভোটের গাড়ি পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। পরে সেখানে দেশাত্মবোধক কনসার্ট অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ-পরিচালক আব্দুল জলিল, দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিয়াজ উদ্দিন।