গাইবান্ধায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনকালে কথা বলার ডিভাইসসহ ৪৮ পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা সদর, ফুলছড়ি ও পলাশবাড়ী উপজেলার ৪৩টি কেন্দ্র থেকে তাদেরকে আটক করেন কেন্দ্র পরিদর্শক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে তাদেরকে স্ব স্ব থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কেন্দ্র সূত্রে জানা গেছে, শিক্ষক নিয়োগ পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ১৪৪ ধারা জারি করা হয়েছিল। নকল প্রতিরোধে বিশেষ নজরদারি করা হচ্ছিল।
এ বিষয়ে গাইবান্ধা জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লক্ষ্মণ কুমার বলেছেন, “পরীক্ষার শুরু থেকেই আমরা নকল প্রতিরোধে সতর্ক অবস্থানে ছিলাম। পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত ৪৮ জন পরীক্ষার্থীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে বলা হয়েছে।
গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) হেদায়েতুল ইসলাম বলেছেন, “প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের মাধ্যমে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে। প্রাথমিক শিক্ষা অফিসের একজন কর্মকর্তা বাদী হয়ে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করবেন। এই মুহূর্তে তাদের সবার পরিচয় এখনো জানা যায়নি।”
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ঘিরে গাইবান্ধা জেলাজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল। এ জেলায় ৪ শতাধিক শূন্য পদের বিপরীতে ২৭ হাজার ৬৮৮ জন পরীক্ষায় অংশ নেন।