সারা বাংলা

খুলনায় রূপসা নদীতে পড়ে স্কুলছাত্র নিখোঁজ 

খুলনা শহরে রূপসা নদীতে পড়ে স্কুলছাত্র রাফি (১০) নিখোঁজ হয়েছে। সে শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে কাঠ বোঝাই নৌকা থেকে নদীতে পড়ে যায়।

রাফির সন্ধানে নৌপুলিশ নদীতে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। সে খুলনা জেলা স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র।

রূপসা নৌ ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের জানান, খবর পাওয়ার পর নৌ পুলিশের পাশাপাশি স্থানীয় ডুবরিরা উদ্ধার কাজে অংশ নিয়েছে। উদ্ধার কাজে বিভিন্ন স্থানে ট্রলার নিয়ে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয়রা জানান, রাফি নগরীর রূপসা স্ট্যান্ড এলাকার ডা. আলতাফ আলী লেনের ভাড়াটিয়া মো. রফিক শেখের ছেলে। শুক্রবার বিকেলে নামাজ পড়ার কথা বলে সে বাড়ি থেকে বের হয়। এরপর বন্ধুদের সঙ্গে লবণচরা রোডস্থ ১৩ গোলার পেছনে কাঠ বোঝাই নৌকায় উঠে বন্ধুদের সঙ্গে খেলতে থাকে। একপর্যায়ে নৌকা থেকে পড়ে যায়। নদীতে অনেক স্রোত থাকায় তাকে উদ্ধার করা যায়নি।

নিখোঁজ রাফির মামা করিম বলেন, ‘‘শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত ট্রলারযোগে নদীর বিভিন্ন স্থানে খোঁজ করেছি। কিন্তু তাকে পাওয়া যায়নি। সকালে রূপসা নৌ ফাঁড়িকে খবর দেওয়া হলে তারাও উদ্ধার কাজে অংশ নেয়। দুপুর পর্যন্ত তার সন্ধান মেলেনি।’’