গোপালগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (১০ জানুয়ারি) আপিল নিষ্পত্তির শুনানির প্রথম দিন তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
গত শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে জটিলতার কারণে কামরুজ্জামান ভূইয়ার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা আরিফ উজ জামান। এর প্রেক্ষিতে কামরুজ্জামান ভূইয়া তার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল করেন। শনিবার শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ইসি।