সারা বাংলা

ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত, আহত ১

চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তদের গুলিতে জামাল উদ্দিন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নাছির নামে আরো একজন গুরুতর আহত হয়েছেন। 

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শাহনগর দীঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জামাল শাহনগর বশরত আলী মিস্ত্রি বাড়ির মৃত আবুল খায়েরের পুত্র। আহত নাছিরও একই এলাকার বাসিন্দা। 

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রফিকুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে কয়েকজন বহিরাগত সশস্ত্র দুর্বৃত্ত মোটরসাইকেল এসে অতর্কিতে জামালকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় পাশে থাকা নাছিরও গুলিবিদ্ধ হন। ঘটনার পরপরই হামলাকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে। স্থানীয়রা নাছিরকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, “মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঠিক কী কারণে এই হামলা হয়েছে বা এর পেছনে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার মূল রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে আমাদের তদন্ত চলছে।”