সারা বাংলা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু নিহত

মিয়ানমারের অভ্যন্তরে সশস্ত্র সংঘর্ষ চলাকালে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফের এক শিশু নিহত হয়েছে। 

রবিবার (১১ জানুয়ারি) সকাল পৌনে ১০টায় মিয়ানমারের রাখাইন রাজ্যের তোতারদ্বীপ এলাকায় আরাকান আর্মির সঙ্গে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এআরএসএ/এআরএ/আরআইএম/আরএসও- এর মধ্যে চলমান সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন কান্তি রুদ্র।

নিহত শিশুর নাম আফনান (১২)। নিহত আফনান টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকার জসীম উদ্দীনের মেয়ে।

ইনচার্জ খোকন কান্তি রুদ্র জানান, মিয়ানমার অভ্যন্তরে চলমান সংঘর্ষে ছোড়া একটি গুলি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে এসে শিশু আফনানের কানে লাগে। আহত অবস্থায় আফনানকে উদ্ধার করে উখিয়া উপজেলার কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।