চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সোনামসজিদ স্থলবন্দর এলাকায় ভারতীয় ট্রাকের চাপায় আব্দুল কাদের (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রবিবার (১১ জানুয়ারি) সকালে বন্দর সংলগ্ন বালিয়াদীঘী মধ্যবাজার এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি।
নিহত আব্দুল কাদের শিবগঞ্জ উপজেলার বালিয়াদীঘী গ্রামের কালু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র, আজ রবিবার সকালে আব্দুল কাদের রাস্তা পার হচ্ছিলেন। এসময় পাথর খালাস করে ভারতগামী একটি খালি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, পাথরবাহী ট্রাকটি পণ্য নামিয়ে ভারতে ফিরে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ঘাতক ট্রাক ও চালকের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি আরো জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।