সারা বাংলা

সড়কের পাশে আহত অবস্থায় পড়ে ছিল গন্ধগোকুল

নেত্রকোণা সদরের সতেরশ্রী বাজার এলাকা থেকে আহত অবস্থায় একটি বিপন্ন প্রজাতির গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) রাতে সড়কের পাশে বন্যপ্রাণীটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বন বিভাগে খবর দিলে একটি দল ঘটনাস্থলে পৌঁছে গন্ধগোকুলটি উদ্ধার করে বন বিভাগের কার্যালয়ে নিয়ে যায়।

বন বিভাগ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত গন্ধগোকুলটির দৈর্ঘ্য প্রায় তিন ফুট এবং উচ্চতা দেড় ফুট। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে কোনো দ্রুতগতির যানবাহনের ধাক্কায় প্রাণীটি গুরুতর আহত হয়ে সড়কের পাশে পড়ে ছিল। রবিবার সকালে আহত গন্ধগোকুলটিকে জেলা ভেটেরিনারি হাসপাতালের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হয়।

বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, বনাঞ্চল সংকুচিত হওয়া এবং সড়ক যোগাযোগ বৃদ্ধি পাওয়ায় এ ধরনের বন্যপ্রাণী প্রায়ই লোকালয়ে চলে আসছে। এ ক্ষেত্রে বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা ও নিরাপদ চলাচল নিশ্চিত করা জরুরি।

নেত্রকোণা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম উদ্দীন এলাহী বলেন, সদর উপজেলার সতেরশ্রী বাজার এলাকা থেকে আহত অবস্থায় একটি গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে। প্রাণীটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হয়ে উঠলে তাকে প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত কর হবে।