সারা বাংলা

বেগম খালেদা জিয়া পৃথিবীর ইতিহাসে একজন বিরল মা: কৃষিবিদ তুহিন

পাবনা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন, ‘‌‘পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিরল মা হলেন বেগম খালেদা জিয়া। তিনি চিন্তা করেছিলেন শুধু তারেক বা কোকো তার সন্তান নয়। বাংলাদেশে কোটি কোটি মানুষ তার সন্তান। তাই তিনি শুধু নিজের সন্তানের কথা না ভেবে দেশের কোটি কোটি সন্তানের কথা চিন্তা করে পালিয়ে যাননি। ৭০-৮০ বছর বয়সেও বাংলাদেশে থেকে গেছেন, অন্ধকার কারাগারে গিয়েছেন।’’

সোমবার (১২ জানুয়ারি) রাতে পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর বাজার খেলার মাঠে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মথুরাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এই দোয়া মাহফিলের আয়োজন করে।

কৃষিবিদ তুহিন আরো বলেন, ‘‘একদিকে যদি আপনার সন্তানকে মৃত্যুর মুখে ফেলা হয় আর অপরদিকে বলা হয় আপনাকে দেশ ছেড়ে চলে যেতে হবে, তাহলে অবশ্যই আপনি আপনার সন্তানের পক্ষ নেবেন। আপনি মা হিসেবে সন্তানকে ছেড়ে দেশ ছেড়ে যাবেন না। আবার যদি বলা হয় দল ছেড়ে দিতে হবে না হয় সন্তানকে ছেড়ে দিতে হবে। যেকোনো একটি নিতে হবে। আমি মিথ্যা বলব না, আমি আমার সন্তানের পক্ষে থাকব। তাই বেগম খালেদা জিয়ার কারণেই আজকে বিএনপির এত জনপ্রিয়তা। তার যে আত্মত্যাগ, দেশের জন্য, গণতন্ত্রের জন্য তার আত্মত্যাগের কারণেই বিএনপি আজকে সবচেয়ে বড় দল। আমাদের সেই সম্পদ মানবতার মাকে হারিয়ে ফেলেছি। তার জন্য সবাই দোয়া করবেন। সবার দোয়ায় বেগম খালেদা জিয়া মাটির নিচে যেন ভাল থাকেন।’’

তুহিন বলেন, ‘‘দল যাকে ধানের শীষ তুলে দিয়েছে আমি বিশ্বাস করি পাবনা-৩ এর জনগণ তাকেই ভোট দেবে। সকল দলমতের মানুষ মিলে একটি সুন্দর সমৃদ্ধ উন্নত এলাকা গড়ে তুলব। আমাকে নির্বাচিত করলে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শ বাস্তবায়ন করব। আগামী পাঁচ বছর আপনাদের সাথে থাকতে চাই, আপনাদের জন্য কাজ করতে চাই।’’

মথুরাপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ইয়াসিন আলীর সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ও জাকির হোসেন সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি মামুনুর রশিদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আরিফা সুলতানা রুমা, জেলা কৃষকদলের সভাপতি আবুল হাশেম;

জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আরশেদ আলম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, চাটমোহর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলজার হোসেন, গুনাইগাছা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মওলা; 

মথুরাপুর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক রেজাউল করিম বাবু, সাবেক ইউপি সদস্য মোক্তার হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফুলচাঁদ হোসেন শামীম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম তুহিন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আলামিন তালুকদার প্রমুখ।