সারা বাংলা

খাগড়াছড়িতে জামায়াত প্রার্থীর বাসায় ককটেল হামলার অভিযোগ

বাংলাদেশ জামায়াতে ইসলামী, খাগড়াছড়ি পার্বত্য জেলার এমপি প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরীর ভাড়া বাসার সামনে ককটেল হামলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরীর বাসার সামনে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটায়। 

ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, “নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ব্যাহত করার জন্য জামায়াতের প্রার্থীর বাসার সামনে দুর্বৃত্তদের ককটেল হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। অনতিবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

তিনি এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তবে অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী ঢাকায় অবস্থান করায় এ বিষয়ে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়রা বিকট শব্দের আওয়াজ শুনলেও বিস্ফোরকের কোন আলামত পাওয়া যায়নি। ঘটনাস্থলে পাওয়া প্লাস্টিকের টুকরাটি পরীক্ষা নিরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানো হবে। পরিস্থিতি আপাতত স্বাভাবিক আছে।