সারা বাংলা

গোপালগঞ্জ-২ আসন: ২ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ 

গোপালগঞ্জ-২ (গোপালগঞ্জ-কাশিয়ানির একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ এবং স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট উৎপল বিশ্বাসের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে ও মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। এর ফলে এই আসনে বিএনপির ভোটের হিসাব নিকাশ পাল্টে যেতে পারে। এই আসনটি আলোচনায় উঠে এসেছে।

গত ৩ জানুয়ারি গোপালগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান যাচাই বাছাইয়ে সিরাজুল ইসলাম সিরাজের মনোনয়নপত্র বাতিল করেন। প্রার্থীর পক্ষে এক শতাংশ ভোটারের সমর্থন সূচক স্বাক্ষর জটিলতার কারণে এটি বাতিল করা হয়। 

সিরাজুল ইসলাম সিরাজ এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন। কমিশন তার আপিল গ্রহণ করে এবং শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে।  

অপরদিকে, ঋণ খেলাপির কারণ দেখিয়ে স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাসের মনোনয়নপত্র বাতিল করেন গোপালগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান। এরপর তিনি মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন। নির্বাচন কমিশন আপিল শুনানি গ্রহণ করে মাঙ্গলবার বিকেলে প্রার্থিতা বৈধ ঘোষণা করেন।

সিরাজুল ইসলাম সিরাজ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘‘নির্বাচন কমিশন আমাকে বৈধ ঘোষণা করেছে, যা আমাকে উজ্জীবিত করেছে। আমি জনগণের কাছে বিশ্বাসী এবং গ্রহণযোগ্য। আশা করি, আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়লাভ করবো।’’