গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইজিবাইক ও মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে মায়ের কোল থেকে ছিটকে পড়ে তিন মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ছয় জন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলার গোপালপুর ইউনিয়নের চাপরাইল সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ঋষি মজুমদার জোয়ারিয়া গ্রামের রায়মোহন মজুমদারের ছেলে।
টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী জানান, টুঙ্গিপাড়ার জোয়ারিয়া থেকে যাত্রী নিয়ে একটি ইজিবাইকটি কোটালীপাড়র মাঝবাড়ি যাচ্ছিল। অন্যদিকে যাত্রীবাহী একটি মাহেন্দ্র কোটালীপাড়া থেকে টুঙ্গিপাড়া আসছিল। গাড়ি দুটি গোপালপুরের চাপড়াইল ব্রিজ-সংলগ্ন সড়কে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। তখন ইজিবাইকে থাকা মায়ের কোল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিন মাস বয়সী শিশু ঋষির মৃত্যু হয়।