কুড়িগ্রামের নাগেশ্বরীতে শহিদা বেগম (২৬) নামের এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৪ জানুয়ারি) রাত ৮টার দিকে নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গণিরচর গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
নিহত শহিদা বেগম ওই গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।
নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, আজিজুল ইসলাম চায়ের দোকানি। তিনি গ্রামের পাশের কালারচর বাজারে ব্যবসা করেন।
বুধবার রাতে বড় মেয়েকে সঙ্গে নিয়ে তিনি দোকানে ছিলেন। এ সময় বাড়িতে শহিদা বেগম ও তাদের আড়াই বছরের একটি শিশু ছিল।
স্থানীয় বাসিন্দা ও ইউপি সদস্য জানিয়েছেন, বুধবার রাত ৮টার দিকে শহিদা বেগমের বাসা থেকে গোঙানির শব্দ শুনতে পান প্রতিবেশীরা। তারা দ্রুত বাড়িতে গিয়ে টিউবওয়েলের পাড়ে গলাকাটা অবস্থায় শহিদা বেগমের লাশ পড়ে থাকতে দেখেন। সে সময় তার ছোট শিশুটি ঘুমিয়ে ছিল।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, এখন পর্যন্ত কেউ মামলা করেননি। আমরা বৃহস্পতিবার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেলা হাসপাতালে পাঠিয়েছি। হত্যাকারীকে শনাক্তের চেষ্টা চলছে।