সারা বাংলা

জাতীয় সরকার গঠনের লক্ষেই বিএনপির সঙ্গে জোট করা হয়েছে: নুর

গণঅ‌ধিকার প‌রিষ‌দের সভাপ‌তি নুরুল হক নুর ব‌লে‌ছেন, “বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়, স্বাাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, ভিনদেশী আধিপত্যবাদ থেকে দেশকে মুক্ত করার লক্ষ্যে তারেক রহমান বিদেশে নির্বাসিত থেকেও আমাদের সাথে একাত্মতা পোষণ করায় আমরা তাকে ও বিএনপিকে নেতৃত্বে রেখে আন্দোলন করেছিলাম। সেসময় তিনি ঘোষণা দিয়েছিলেন আন্দোলনে মিত্রদের সাথে নিয়ে নির্বাচন করবেন এবং একটি জাতীয় সরকার গঠন করবেন।” 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত পৌনে নয়টায় পটুয়াখালীর দশ‌মিনা উপ‌জেলা বিএন‌পির সহ-সভাপ‌তি আবদুল হাই পঞ্চায়েতের সভাপতিত্বে দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনু‌ষ্ঠিত সা‌বেক চেয়ারপার্সন মরহুমা বেগম খা‌লেদা জিয়ার রু‌হের মাগ‌ফেরাত কামনায় মিলাদ ও দোয়া মোনাজাত অনু‌ষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

তিনি আরো বলেন, “৩১ দফা শুধু বিএন‌পির একার নয়, যুগপৎ আন্দোলনে সকল দ‌লের সম‌র্থিত এক‌টি দ‌লিল, যার ম‌ধ্যে জুলাই সন‌দের অধিকাংশ কথা আ‌ছে। তাই আমরা ভে‌বেচি‌ন্তে সিদ্ধান্ত নি‌য়ে‌ছি যে, আগামী‌তে বিএন‌পির নেতৃ‌ত্বে রাষ্ট্রক্ষমতায় যে‌তে হ‌বে এবং যুগপৎ আন্দোলনকারী সকল দ‌লকে নি‌য়ে জাতীয় সরকার গঠন হ‌বে।”

উপ‌জেলা বিএন‌পি কর্তৃক আ‌য়ো‌জিত স্মরণ সভায় উপ‌জেলা বিএন‌পি ও কে‌ন্দ্রীয় ছাত্রদল, যুবদল, কে‌ন্দ্রীয় গণ‌ফোরাম ও গণঅ‌ধিকার প‌রিষ‌দের নেতৃবৃন্দরা বক্তব‌্য রা‌খেন। অনুষ্ঠা‌নে উপ‌জেলার বি‌ভিন্ন ইউ‌নিয়‌নের গণঅ‌ধিকার ও বিএন‌পি এবং অঙ্গ সংগঠ‌নের নেতাকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।