ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার উঠোন বৈঠকে দুই দল যুবকের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আঁখিতারা গ্রামে এ সংঘর্ষ হয়।
স্থানীয়রা জানিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা উঠোন বৈঠকে পৌঁছানোর পর সেখানে শরীরে ধাক্কা লাগা নিয়ে দুই যুবকের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে অনুষ্ঠানস্থলের পাশেই দুই পক্ষের লোকজন লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে পাঁচজন আহত হন। তাদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।