সারা বাংলা

ঝগড়া থামাতে গিয়ে কিল-ঘুষিতে প্রাণ গেল ব্যবসায়ীর

গাজীপুরের কালীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝগড়া থামাতে গিয়ে কিল-ঘুষিতে লিটন ঘোষ ওরফে কালী (৬০) নামে এক হোটেল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চান্দাইয়া ঘোষপাড়া গ্রামের বাসিন্দা ও মৃত নির্মল ঘোষের ছেলে।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে পৌরসভার বালীগাঁও এলাকার বৈশাখী হোটেলে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার ওসি জাকির হোসেন। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছ।

তারা হলেন- একই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বালীগাঁও গ্রামের স্বপন মিয়া (৫৫), তার স্ত্রী মাজেদা বেগম (৪৪) ও ছেলে মাসুম মিয়া (২৮)।

বৈশাখী হোটেলের কর্মচারী সম্রাট জানান, দুপুরে মাসুম মিয়া হোটেলে এসে এক কর্মচারীর সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন। পরে তার মা-বাবা ঘটনাস্থলে এলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় ঝগড়া থামাতে লিটন এগিয়ে এলে হামলার শিকার হন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জানান, কথা-কাটাকাটির একপর্যায়ে অভিযুক্তরা লিটন ঘোষকে কিল-ঘুষি ও ধারালো নির্মাণ সরঞ্জাম দিয়ে আঘাত করেন। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্তদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইমরান হোসেন বলেন, আমরা লিটন ঘোষকে মৃত অবস্থায় পাই। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।