শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল নির্বাচন স্থগিত চেয়ে হাইকোটে করা রিটের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সড়কে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে বের হয়ে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন শাবিপ্রবি শিক্ষার্থীরা।
বিক্ষোভে শাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’, ‘সাধারণের ঐক্যস্বর’ প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা অংশ নেন। এর আগে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ করেন প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীরা।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘শাকসু আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’, ‘শাকসু কয় তারিখ, ২০ তারিখ’, ‘শহীদ রুদ্র শিখিয়ে গেছে, লড়াই করে বাঁচতে হবে’, ‘মব করে শাকসু, বন্ধ করা যাবে না’ স্লোগান দেন। পাশাপাশি তারা মঙ্গলবার (২০ জানুয়ারি) নির্ধারিত সময়েই শাকসু নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।
শিবির সমর্থিত দুর্বার সাস্টিয়ান ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী দেলয়োর হাসান শিশির বলেন, “আমরা আমাদের অধিকার চেতে সবাই একত্রিত হয়েছি। মঙ্গলবার নির্বাচন, এরই মধ্যে একটি দল শাকসু বানচাল করতে হাইকোর্টে রিট করেছে, যেখানে বাংলাদেশ নির্বাচন কমিশন আমাদের এ নির্বাচন করার অনুমতি দিয়েছে সেখানে তারা চাচ্ছে না ছাত্র শিক্ষার্থীদের অধিকার আদায়ের নির্বাচন হোক।”
রবিবার শাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন স্বতন্ত্র ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভ।