মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার একটি বাড়ি থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাজানগর গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার হয়।
নিহতরা হলেন- আমেনা বেগম (৩৫) ও তার ১০ বছর বয়সী মেয়ে মরিয়ম। আমেনা বেগমের স্বামী মিজান মিয়া পেশায় দিনমজুর। পরিবারটি একই গ্রামের নুরুজ্জামান সরকারের বাড়িতে ভাড়া ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে স্থানীয়রা বাড়িতে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। ঘটনার পর থেকে নিহত আমেনার স্বামী পলাতক।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ বা অন্য কোনো কারণে হত্যাকাণ্ডটি ঘটতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।”
মুন্সীগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. মেনহাজুল আলম জানান, “পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক। তাকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে।”
তিনি আরো বলেন, “আমরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছি এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। কেন বা কী কারণে এই হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখা হচ্ছে। পলাতক ব্যক্তিকে আটক করতে পুলিশি অভিযান শুরু হয়েছে।”