সারা বাংলা

আমরা একেবারে খাদের কিনারায়, হ্যাঁ ভোট নিয়ে স্বাস্থ্য উপদেষ্টা

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, ‘‘মনে রাখবেন আমরা একেবারে খাদের কিনারায় অবস্থান করছি। আমাদের যেন খাদে পড়ে যেতে না হয়, সে জন্য সবাইকে হ্যাঁ ভোট দিতে হবে।’’

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের কালেক্টরেট চত্বরে গণভোট ২০২৬ উপলক্ষে ভোটের গাড়ি ক্যারাভানের মাধ্যমে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘‘বিগত সময়ের শাসনামলে আমাদের দেশের সব সেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে। ছোট ছোট ছেলে-মেয়েরা বিপ্লব করে আমাদের একটি সুযোগ তৈরি করে দিয়েছে। এই সুযোগ যেন কোনোভাবে নষ্ট না হয়, আমাদের সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ দেশ রেখে যেতে চাইলে সবাইকে হ্যাঁ ভোট দিতে হবে।’’

নূরজাহান বেগম বলেন, ‘‘আমরা যদি সঠিকভাবে ভোটটা না দিতে পারি, তাহলে অতীতের সব কিছু আরো কঠোর হয়ে বীরদর্পে ফিরে আসবে।’’

সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমানসহ আরা অনেকে।