চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে র্যাবের এক কর্মকর্তা নিহত হয়েছে। নিহত আবদুল মোতালেব র্যাব-৭ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) পদে কর্মরত ছিলেন।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় র্যাবের একটি দল অভিযানে গেলে সন্ত্রাসীরা গুলি চালায়। গুলিতে র্যাবের তিন সদস্য আহত হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম র্যাব কর্মকর্তা নিহত হওয়ার তথ্য জানিয়েছেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ ও র্যাবের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।
রাত সাড়ে ৮টার দিকে র্যাব-৭ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় র্যাবের অভিযান চলাকালে সন্ত্রাসীরা গুলি চালায়। তখন র্যাবের চারজন সদস্য গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। তিনজন সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।