চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের সংঘবদ্ধ হামলায় র্যাব-৭ এর ডিএডি মোতালেবের নিহতের পর থমথমে অবস্থা বিরাজ করছে পুরো সলিমপুর এলাকায়।
গতকাল সোমবার (১৯ জানুয়ারি) রাত থেকেই এই এলাকার অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। লোকজনের চলাচলও সীমিত দেখা গেছে।
এদিকে নিহত র্যাব সদস্যের ময়নাতদন্ত এরইমধ্যে সম্পন্ন হয়েছে। আজ দুপুর ২টায় চট্টগ্রামের পতেঙ্গা র্যাব-৭ সদর দপ্তরে নিহত ডিএডি মোতালেবের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে সীতাকুন্ডের জঙ্গল সলিমপুর এলাকা ঘুরে দেখা গেছে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় বাজারও সব দোকানপাট বন্ধ রয়েছে। স্থানীয়দের পদচারণা নেই বললেই চলে, বিভিন্ন ধরনের যানবাহন চলাচলও সীমিত দেখা গেছে।
গতকাল সন্ধ্যায় র্যাব সদস্যদের উপর হামলার ব্যাপারে স্থানীয়দের সাথে কথা বলার চেষ্টা করলেও কেউ এ ব্যাপারে মুখ খোলেনি। সবাই ঘটনার সময় এলাকায় ছিলেন না বলে জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, র্যাব সদস্যদের দুটি মাইক্রোবাস এলাকায় প্রবেশ করার সাথে সাথে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে র্যাব সদস্যদের উপর হামলা চালানো হয়।
তবে কারা এই হামলা চালিয়েছে এ ব্যাপারে কেউ মুখ খুলতে রাজি হয়নি। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও এ ব্যাপারে অফিসিয়ালি কিছু জানানো হয়নি।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন জানান, র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল সীতাকুন্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল-সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করে। সেসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাইকে ঘোষণা দিয়ে আনুমানিক ৪০০/৫০০ জন দুষ্কৃতিকারী র্যাব সদস্যদের উপর অতর্কিত হামলা চালায়। অতর্কিত হামলায় র্যাবের চারজন সদস্য গুরুতর রক্তাক্ত আঘাত প্রাপ্ত হন।
পরবর্তীতে থানা পুলিশে সহযোগিতায় আঘাত প্রাপ্ত র্যাব সদস্যদের উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম সিএমএইচ-এ পাঠানো হয়। চট্টগ্রাম সিএমএইচ-এর জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক জেসিও-১০৭৫৯ নায়েব সুবেদার মো. মোতালেব হোসেন ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন। অপর তিন জন র্যাব সদস্য বর্তমানে চট্টগ্রাম সিএমএইচ-এ চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানান এ আর এম মোজাফফর হোসেন।
নিহত র্যাব সদস্যের ময়না তদন্ত এরইমধ্যে সম্পন্ন হয়েছে জানিয়ে র্যাব জানায় আজ মঙ্গলবার বেলা ২টায় পতেঙ্গা র্যাব-৭ সদর দপ্তরে মোতালেবের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।