সারা বাংলা

নাটোর-৩: মনোনয়ন প্রত্যাহার করলেন জামায়াতের সাইদুর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ (সিংড়া) আসনে ১০ দলীয় জোটের প্রার্থীকে সমর্থন জানিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলটির জেলা শূরা সদস্য অধ্যাপক সাইদুর রহমান। 

ফলে এ আসনে জোটের চূড়ান্ত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী এস এম জার্জিস কাদির বাবু।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আসমা শাহীনের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার করেন অধ্যাপক সাইদুর রহমান।

জামায়াতের স্থানীয় নেতারা জানান, জোটে এনসিপি যোগ দেওয়ায় কৌশলগত কারণে আসনটি শরিক দলকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় জামায়াত। এরই ধারাবাহিকতায় দলের কেন্দ্রীয় নির্দেশ মেনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে প্রার্থিতা প্রত্যাহার করলেন জেলা জামায়াতের শূরা সদস্য অধ্যাপক সাইদুর রহমান। 

মনোনয়নপত্র প্রত্যাহার শেষে সাইদুর রহমান সাংবাদিকদের বলেন, “জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল সংগঠন। মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি কেন্দ্রীয় সিদ্ধান্ত। দলের সিদ্ধান্ত ও জোটের প্রতি সম্মান জানিয়ে আমি মনোনয়নপত্র প্রত্যাহার করেছি। এ কারণে আমি সামান্যতম অখুশি নই।”

তিনি বলেন, “আমি নিজে প্রার্থী হিসেবে যেভাবে কাজ করেছি, জোটের প্রার্থীর বিজয়ের জন্যও আমি এবং আমার দল সর্বোচ্চভাবে কাজ করবে। ইসলাম ও মানুষের সেবায় দল যেভাবে চায়, সেভাবেই ভূমিকা রাখতে চাই।”

নাটোর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, “বিধি অনুযায়ী অধ্যাপক সাইদুর রহমানের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন গৃহীত হয়েছে।”