সারা বাংলা

নরসিংদীতে কারাগার ভেঙে পালানো সন্ত্রাসী অপুকে কুপিয়ে হত্যা

গত জুলাই মাসে জেল ভেঙে পালিয়ে যাওয়া শীর্ষ সন্ত্রাসী অপু আহমেদ (৪৫) নরসিংদীর রায়পুরায় প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন। 

বুধবার (২০ জানুয়ারি) দুপুরে রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের একটি স’ মিল (করাতকল) থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত অপু ওই এলাকার হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, বুধবার দুপুরে দিকে মরজাল এলাকায় একটি স’ মিলের ভেতরে একজনের ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে নিহতের চেহারা দেখে স্থানীয়রা তাকে অপু হিসেবে শনাক্ত করেন। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে নির্জন স্থানে পেয়ে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়।

অপু আহমেদের বিরুদ্ধে এলাকায় ত্রাস সৃষ্টির অভিযোগ দীর্ঘদিনের। গত ২৪ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় নরসিংদী জেলা কারাগারে হামলা ও অগ্নিসংযোগ করা হলে অন্য কয়েদিদের সঙ্গে তিনিও পালিয়ে যান। 

পুলিশ জানিয়েছে, অপুর নামে হত্যা, মাদক এবং অস্ত্র আইনে অন্তত ৯টি মামলা বিচারাধীন আছে।

রায়পুরা থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম বলেছেন, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে অপুর মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে পুলিশ। এ বিষয়ে ঘটনার তদন্ত চলছে। আইনি ব্যবস্থা নেওয়া হবে।