সারা বাংলা

খাগড়াছড়িতে ২ জনের প্রার্থিতা প্রত্যাহার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়িতে দুই প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তারা হলেন, খেলাফত মজলিস বাংলাদেশ প্রার্থী আনোয়ার হোসেন মিয়াজি ও স্বতন্ত্র প্রার্থী সোনা রতন চাকমা। 

খাগড়াছড়ি জেলায় সংসদীয় আসন একটি। 

খাগড়াছড়ি আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, গণঅধিকার পরিষদ, এনসিপিসহ বিভিন্ন দলের ও স্বতন্ত্র মিলিয়ে ১৬ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এনসিপির প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি। বাকি ১৫ প্রার্থী এর মধ্যে দুইজনের মনোনয়নপত্র বাতিল হয়। ১৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।  

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত দুই প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।