ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক দলের ২৬ নেতা তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী এ চার জেলায় ২৬ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
তাদের মধ্যে সিলেট জেলায় বিএনপি ও এনসিপির প্রার্থীসহ ১১ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তাদের মধ্যে সিলেট-১ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এহতেশামুল হক ও খেলাফত মজলিসের তাজুল ইসলাম হাসান, সিলেট-২ আসন থেকে গণঅধিকার পরিষদের জামান আহমেদ সিদ্দিকী ও জামায়াতে ইসলামীর মো. আব্দুল হান্নান, সিলেট-৩ আসন থেকে খেলাফত মজলিসের দিলওয়ার হোসাইন, জামায়াতে ইসলামীর লোকমান আহমদ ও এনসিপির নুরুল হুদা জুনেদ, সিলেট-৪ আসন থেকে খেলাফত মজলিসের আলী হাসান ও এনসিপির মো. রাশেল উল আলম, সিলেট-৫ আসনে জামায়াতে ইসলামীর হাফিজ মো. আনওয়ার হোসাইন খান এবং সিলেট-৬ আসন থেকে বিএনপির ফয়সল আহমদ চৌধুরী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
সুনামগঞ্জ-১ আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের হাজী মুখলেছুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রফিকুল ইসলাম চৌধুরী, সুনামগঞ্জ-২ আসন থেকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শোয়াইব আহমদ ও খেলাফত মজলিসের মো. সাখাওয়াত হোসেন, সুনামগঞ্জ-৩ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইয়াসীন খান, সুনামগঞ্জ-৪ আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ আজিজুল হক, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মো. মাহফুজুর রহমান খালেদ ও সুনামগঞ্জ-৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান চৌধুরী প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
হবিগঞ্জ-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. শাহজাহান আলী, হবিগঞ্জ-২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের নোমান বিন সাদিক, হবিগঞ্জ-৩ আসনে গণঅধিকার পরিষদের অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান এবং হবিগঞ্জ-৪ আসনে এবি পার্টির মোকাম্মেল হোসেন প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
মৌলভীবাজার-১ আসনে খেলাফত মজলিসের লোকমান আহমদ, মৌলভীবাজার-৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ লুতফর রহমান কামালী এবং মৌলভীবাজার-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ আব্দুর রব প্রার্থিতা প্রত্যাহার করেছেন।