মুন্সীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে প্রতীক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এতে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফী উপস্থিত থেকে মুন্সীগঞ্জের তিনটি সংসদীয় আসনের মোট ১৯ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেন।
এ সময় তিনি ১৭ জন প্রার্থীকে নিজ নিজ দলীয় প্রতীক এবং মুন্সীগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মমিন আলী এবং মুন্সীগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন আহমেদকে তাদের কাঙ্ক্ষিত প্রতীক ‘ফুটবল’ বরাদ্দ দেওয়া হয়। একই আসনে কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান ‘ধানের শীষ’ প্রতীক পেয়েছেন।