সারা বাংলা

গফরগাঁওয়ে বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলি

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চু ও বিএনপির বিদ্রোহী হিসেবে স্বতন্ত্র প্রার্থী হওয়া সিদ্দিকুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে।

বুধবার (২১ জানুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে পৌর শহরের থানা এলাকা ইসলামিয়া স্কুলের সামনে এ ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে প্রতীক পাওয়ার পর বিএনপি প্রার্থীর সমর্থক ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা আনন্দ মিছিল বের করেন। মিছিল দুটি থানা এলাকার ইসলামিয়া স্কুলের সামনে মুখোমুখি হয়ে পড়লে উত্তেজনার একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় গুলিবর্ষণের শব্দ শোনা যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল আল মামুন বলেন, গফরগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে আছে।