ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে প্রার্থী হওয়ায় মুন্সীগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মোমিন আলী ও মুন্সীগঞ্জ-৩ আসনের প্রার্থী মো. মহিউদ্দিনকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
মোহাম্মদ মোমিন আলী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। আর মো. মহিউদ্দিন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব।
বিজ্ঞপ্তিতে মুন্সীগঞ্জের এ দুই নেতা ছাড়াও ঢাকা বিভাগের আরো ৭ নেতাকে বহিষ্কারের তথ্য জানানো হয়। একই বিজ্ঞপ্তিতে ৯টি বিভাগের ৫৩ নেতাকে বহিষ্কারের তথ্য অভিহিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য বিএনপির এ সব নেতাদের দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন মোহাম্মদ মোমিন আলী। মুন্সীগঞ্জ-৩ আসনে ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মহিউদ্দিন নির্বাচনে অংশ নিয়েছেন।
মুন্সীগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আবদুল্লাহ। মুন্সীগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচনের মাঠে রয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন।