সারা বাংলা

নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মনিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

বুধবার (২১জানুয়ারি) রাতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মনিরুল ইসলামকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

গত ৪ ডিসেম্বর বিকেলে ঢাকায় সংবাদ সম্মেলনে নড়াইল-২ আসনে আলহাজ মনিরুল ইসলামের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত ২৪ ডিসেম্বর মনিরুল ইসলামের জায়গায় জোটের ড. ফরিদুজ্জামান ফরহাদকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়।

দলীয় মনোনয়ন হারিয়ে নড়াইল-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নেন মনিরুল ইসলাম। এরই প্রেক্ষিতে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। নির্ধারিত দিনে যাচাই-বাছাই শেষে নড়াইলের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কলস প্রতীক বরাদ্দ পান মনিরুল ইসলাম।