ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার প্রথম দিন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেট থেকে যাবেন মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) শেরপুরের আইনপুর খেলার মাঠে আয়োজিত সমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান। তার বক্তব্য শুনতে ও একনজর দেখতে সকাল থেকে সমাবেশ স্থলে জড়ো হতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষ।
বিএনপি নেতারা জানান, সকাল থেকেই স্থানীয় নেতাকর্মীরা তারেক রহমানকে বরণে ব্যস্ত সময় পার করছেন। বেলা যতো বাড়ছে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন।
বিএনপি কর্মী দুলন জানান, নেতাকর্মীরা তারেক রহমানের অপেক্ষায় আছেন। শতাধিক স্বেচ্ছাসেবক শৃঙ্খলা রক্ষার কাজ করছেন। মৌলভীবাজারের চারটি সংসদীয় আসনের প্রার্থীরা এই জনসভায় যোগ দেবেন।