সৌদিয়া পরিবহনের সঙ্গে দ্বন্দ্বের জেরে রাঙামাটির সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ রেখেছেন চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতি।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। বিআরটিসির বাস চলাচল করলেও তাদের গাড়ি আটকে দেওয়ার অভিযোগ রয়েছে। ফলে বিপাকে পড়েছেন যাত্রীরা।
পরিবহন শ্রমিক ও মোটর মালিক সমিতি সূত্রে জানা গেছে, সৌদিয়া পরিবহন তাদের একটি বাস রাঙামাটি-ঢাকা রুটে যাত্রী পরিবহন শুরু করে। চট্টগ্রাম-রাঙামাটি মালিক সমিতিতে টোকেন ফি জমা দেওয়ার কথা থাকলেও সেটা তারা দেয়নি। ফলে বুধবার সমিতির নেতারা সৌদিয়া কাউন্টার বন্ধ করে দেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে কাউন্টারটি চালু হয়। এরই প্রতিবাদে ঘোষণা ছাড়াই বৃহস্পতিবার সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দেন মালিক সমিতি।
চট্টগ্রাম-রাঙামাটি মালিক সমিতির রাঙামাটি অংশের সভাপতি সাইফুল ইসলাম শাকিল জানান, শুনেছি, চট্টগ্রামের রাউজান থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে রাউজানের সঙ্গে আলোচনা চলছে।
রাঙামাটির জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন জানান, হঠাৎ এমন ঘটনা অপ্রত্যাশিত। দ্রুত কিভাবে সমস্যা সমাধান করা যায়, সেই বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। আশা করছি, দ্রুতেই সমাধান আসবে।”
রাঙামাটি বাস মালিক সমিতি মূলত চট্টগ্রামের রাউজান থেকে নিয়ন্ত্রিত হয়।