দেশের মানুষ রাজনৈতিক পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেছেন পঞ্চগড়-১ আসনের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
সারজিস আলম বলেন, ‘‘মানুষের মধ্যে যে পরিবর্তন ও জাগরণের ঢেউ তৈরি হয়েছে, তা ইনশাআল্লাহ আগামী ১২ ফেব্রুয়ারির বিজয় পর্যন্ত পৌঁছাবে। শুধু পঞ্চগড় নয়, সারা দেশের মানুষই এখন পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ।’’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে অংশ হিসেবে পঞ্চগড়ে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। আগামীকাল শুক্রবার (২৩ জানুয়ারি) তিনি পঞ্চগড় চিনিকল মাঠে জেলা জামায়াত আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ৯টায় শুরু হতে যাওয়া এই জনসভা উপলক্ষে আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে চিনিকল মাঠ পরিদর্শন করেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনি জোটের শরিক দল এনসিপির নেতা সারজিস আলম।
মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সারজিস আলম বলেন, ‘‘দীর্ঘদিন ধরে যারা পুরনো ও ব্যর্থ ব্যবস্থার মাধ্যমে মানুষকে বারবার প্রতিশ্রুতি দিয়ে প্রতারিত করেছে, জনগণ এবার তাদের প্রত্যাখ্যান করবে। নির্বাচনের সময় ছাড়া যাদের মাঠে দেখা যায় না, যারা সাধারণ মানুষের দুঃখ-কষ্টের সময় পাশে থাকে না, তাদের আর গ্রহণ করবে না জনগণ।’’
সারজিস আলম আরো বলেন, ‘‘কৃষক, শ্রমিক ও মজুরসহ সাধারণ মানুষের কাছে গেলে দেখা যায়, সবাই পরিবর্তনের পক্ষে। মানুষের বিবেকের ভেতরে এখন এক ধরনের জাগরণ তৈরি হয়েছে। মানুষ এবার দল, মার্কা বা পারিবারিক পরিচয়ের ভিত্তিতে নয়; বরং কে সবসময় মানুষের পাশে থাকে, কে অন্তত ক্ষতি করেনি, সেই বিবেচনায় ভোট দেবে।’’
তিনি অভিযোগ করে বলেন, ‘‘এখনো কিছু মানুষ ভয়ভীতি দেখিয়ে ভোট আদায়ের চেষ্টা করছে। কেউ কেউ ক্ষমতার অপব্যবহার করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে এবং মামলা থেকে নাম কাটানোর নামে অর্থ আদায় করছে।’’ এসব জনবিমুখ কর্মকাণ্ডে জড়িতদের জনগণ বয়কট করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পঞ্চগড়-১ আসনের প্রার্থী সারজিস বলেন, জনগণের ভোগান্তির জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে এবার মানুষ রায় দেবে। ইনশাআল্লাহ এই জনসভা পরিবর্তনের আন্দোলনে নতুন গতি এনে দেবে।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলওয়ার হোসাইন, সদর উপজেলা জামায়াতের আমীর সফিউল ইসলাম, জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক শিশির আসাদ, পঞ্চগড় শহর জামায়াতের সেক্রেটারি নাসির উদ্দীন, জেলা শিবিরের সেক্রেটারি মোহিবুল্লাহ মুহিব প্রমুখ।