ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় নির্বাচনি জনসভা করেছেন ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা ও সদরের চার ইউনিয়ন) স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে কালীগঞ্জ শহরের নলডাঙ্গা ভুষণ হাইস্কুল মাঠে এ জনসভার আয়োজন করে কাপ-পিরিচ প্রতীকের এই প্রার্থী।
জনসভা উপলক্ষে দুপুরের পর থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল কর্মী-সমর্থকেরা সভাস্থলে আসতে শুরু করে। এ সময় তাদের হাতে প্ল্যাকার্ড ও ফেস্টুন দেখা যায়। বিকাল ৫টার আগে মানুষে ভূষণ বিদ্যালয়ের মাঠ পূর্ণ হয়ে যায়। অনেক নেতাকর্মী কাপ-পিরিচ হাতে নিয়ে সভায় যোগ দেন।
জনসভায় প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক ইলিয়াস রহমান মিঠু প্রমুখ।
স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ সভায় বলেন, ‘‘আমি কালীগঞ্জের মানুষের প্রতিনিধি হিসেবে নির্বাচনে অংশ নিয়েছি। এই জনপদের মানুষ আমার পাশে রয়েছে। আমি কালীগঞ্জের আপামর সাধারণ মানুষের প্রার্থী। আমার বিশ্বাস, কালীগঞ্জবাসী কাপ-পিরিচ প্রতীকে ভোট দিয়ে কালীগঞ্জের তৃণমূল জনগণের প্রত্যাশা পূরণে আমাকে সুযোগ দেবে।’’
জনসভা শেষে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নেতৃত্বে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়।
ঝিনাইদহ-৪ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। মনোনয়ন না পেয়ে এ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদ্য বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।