বগুড়ার গাবতলীতে দই ব্যবসায়ীর বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে পুলিশ। বৃহঃস্পতিবার (২২ জানুয়ারি) এ কথা জানান গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান।
তিনি বলেন, “ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।”
বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে বগুড়ার গাবতলীর নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে দই ব্যবসায়ী ভক্তরাম বিশ্বাসের বাড়িতে ঢুকে স্বামী-স্ত্রীকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল। পালিয়ে যাওয়ার সময় তারা ককটেল বিস্ফোরণ ঘটায়।
ভুক্তভোগী ভক্তরাম বিশ্বাসের ছেলে পঙ্কজ বিশ্বাস বলেন, “আমরা তখন ঘুমাচ্ছিলাম। হঠাৎ গোয়ালঘর থেকে গরুর ডাক শুনতে পাই। এত রাতে গরু ডাকছে কেন জানার জন্য ঘর থেকে বের হতেই দেখি একদল মুখোশধারী লোক বাড়ির ভেতরে দাঁড়িয়ে আছে। তারা আনুমানিক ১৫–১৬ জন ছিল। তাদের দেখে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। কিছু বুঝে ওঠার আগেই তারা আমাদের ঘরে প্রবেশ করে এবং আমার ঘরের দরজা বাইরে থেকে আটকে দেয়। ফলে আমি বের হতে পারিনি।” তিনি আরো বলেন, “ডাকাতরা আমার বাবা ভক্তরাম বিশ্বাস ও মা সবিতা রানী দাসকে মারধর করে ঘরে রাখা সিন্দুক ভেঙে প্রায় ১০ ভরি স্বর্ণের গহনা ও নগদ দুই লাখ টাকা লুট করে। আমাদের চিৎকারে গ্রামের লোকজন এগিয়ে এলে ডাকাতরা দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।”